১১। যেহেতু আমাকে যে প্রস্তাব দিবে, বা যদি কেউ দেয়, তবে যেহেতু সংসারটা তার, মানে পাত্রীর, এবং এটা কোন ছেলে খেলা না, এটা তার নিজের জীবন, এবং যেহেতু এখানে পাত্রীর নিজকে ধনবান হতে হবে। কারণ আমাকে আমার দেশ থেকে নিয়ে কর্ম দেয়া বা প্রতিষ্ঠিত করার বিষয়টি এখানে জড়িত; আর তাই যুক্তিগত ভাবে পাত্রীর নিজস্ব নামেই থাকতে হবে পাত্রীর নিজের স্বাধীন ও বিপুল পরিমাণ অর্থ-সম্পদ। অথবা পাত্রীকে হতে হবে কোন রাজকীয় সন্তান মানে রাজকন্যা বা কোন বিধবা বা ডিভোর্সী রাজরাণী অথবা কোন এক রাজপরিবারের সন্তান অথবা প্রচুর পরিমাণ অর্থ-সম্পদের মালিক; যা আমার প্রথম পছন্দ। তাই আমার সাথে চ্যাটিং করতে হবে পাত্রী নিজকে।
যেহেতু ইহা পাত্রীর নিজের জীবন। তাই পাত্রী নিজে রাজি, খুশি ও সন্তুষ্ট থাকলে, কেবল তখন, তার কোন নিয়ারেস্ট গার্ডিয়ানকে বলতে হবে।
যেহেতু পরবর্তীতে বিয়ে গ্রহণযোগ্য ও শুদ্ধ হওয়ার জন্যে ইসলামী শরিয়ত ও সামাজিক, ঝুঁকিমুক্ত এবং নিরাপত্তামূলক বিয়ের নিয়ম অনুযায়ী পাত্রীর পক্ষে তার কাবিন নামায় স্বাক্ষীর স্বাক্ষর লাগবে এবং আমাদের এ বিয়ে হতে হবে প্রকাশ্যে।
তবে যদি এমন হয় যে, মুসলিম হয়ে গেলে নিজ স্ব-জাতি দ্বারা জুলুমের স্বীকার হতে পারেন, এ ভয় থাকে, তাহলে অবশ্যই যে কোন গোপন যোগোযোগ আমি পছন্দ করবো।
আবার সর্বাবস্থায় এবং সর্বক্ষেত্রে ব্যক্তিগত, পারিবারিক, বংশীয় ও জাতিগত প্রাইভেসি অবশ্যই রক্ষা করা ও এ জন্য প্রয়োজনীয় গোপনীয়তা নীতি অনুযায়ী আমার সাথে চেটিং করতে আমি পাত্রীকে বা পাত্রী পক্ষীয় লোকদেরকে সর্বদা আমি উৎসায়িত করবো ও পরামর্শ প্রদান করবো।
এবং একই ভাবে আমার কাছ থেকেও আমার এ জাতীয় ব্যবহার বা আচরণ পাত্রী বা পাত্রী পক্ষ যেন বুঝতে পারেন, তার বা তাদের কাছ থেকে আমিও এরূপই আশা করছি।
আবার আপনাদেরকে বুঝতে হবে, আমি পূরুষ মানুষ, কাজ ও বিভিন্ন ব্যস্ততা এবং প্রাইভেসীর কারণে উপস্থিত পাত্রী পক্ষের কারো চেটিং এর উত্তর তাৎক্ষণিক ভাবে হয়তো দিতে পারবো না।
তাছাড়া আমি গরীব মানুষ। বর্তমানে একটি পুরানো এন্ড্রয়েড় ফোন ছাড়া যোগাযোগ করার মতো আমার কাছে আর কোন ডিভাইস নেই। ফলে কখনো কখনো পাত্রীর বা পাত্রী পক্ষের যে কারো উত্তর প্রদান করতে আমার বেশ সময় লাগতে পারে। বিষয়টা সবাইকে বুঝে নিতে হবে।
অন্যদিকে, দেখুন, কোন গোপন বিয়ে আমি করবো না।
তাই পাত্রী যেমন কোন গোপন বিয়ে করার জন্য আমার সাথে চেটিং করবেন না, ঠিক তেমনি, কোন গার্ডিয়ানও তার পক্ষীয় পাত্রীকে না জানিয়ে আমার সাথে যোগাযোগ বা চ্যাটিং করতে চেষ্টা করবেন না।
আমি চাই ইসলামী ও জাতীয় আইন সম্মত এবং প্রকাশ্য ও সকলের নিকট গ্রহণযোগ্য একটি সম্মানযোগ্য বিয়ের অনুষ্ঠান। যা ইতিহাসের পাতায় লিখে রাখা যাবে এ রকম।
১২। উপরে আমি বলেছি, আমাকে বিয়ের প্রস্তাব পাঠাতে হলে, পাত্রী বা পাত্রী পক্ষকে আমাকে তার দেশে নিয়ে গিয়ে কর্ম দেয়ার প্রয়োজন হবে।
অথবা আমার পিছনে অনেক বেশি ইনভেস্ট করার আগে অনলাইনে আপনার কোম্পানীর কিছু কাজ দিয়ে আমাকে প্রাথমিক ভাবে যাচাই করতে পারেন।
তথ্য প্রযুক্তি আজ এতোই উন্নত যে, আমাকে শুধু আমার দেশে রেখেও এবং শুধু অনলাইনে কাজ দিয়েও আপনি আমাকে শতভাগ না হলেও মোটামুটি যাচাই করতে পারেন এবং বুঝতে পারেন যে, আমার যোগ্যতা ও আমার বৈশিষ্ট্য কী?
এবং আমি মনে করি, আমাকে আপনার দেশে নেয়ার আগে, এ পদ্ধতি অবলম্বন করাই বেস্ট হবে।
তবে আমি স্পস্ট বলতে চাই, আমি যতটুকু বুঝতে পেরেছি, এতে আমার মনে হয়েছে, আমার সাথে থাকা এ অশরীরী অনুজীবটির আবাসস্থল সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদে হারাম শরীফ।
তাই আমি হয়তো এখানে প্রকাশিত হতে পারছিনা এবং এ কারণে কোন কাজেই হয়তো আমি এখানে সাকসেস হতে পারছি না। বা আমাকে এখানকার মানুষ, আমার যথোপযুক্ত সাপোর্ট বা উপযুক্ত মান-সম্মান দিচ্ছে না বিধায় আমি এখানে পারছি না। আর তাই আমার মনে হয়, আমাকে পরিপূর্ণ সাকসেস হতে হলে, সৌদি আরবের স্থায়ী বাসিন্দা হিসেবে মক্কায় চলে যেতে হবে বা যাওয়ার প্রসেসিং করতে হবে। অন্তত এ বিষয়ে চেষ্টা থাকতে হবে।
যথোপযুক্ত সম্মান ও মক্কায় যাওয়ার প্রচেষ্টা বা না যাওয়ার যুক্তিময় কোন কারণ যদি থাকে, তাহলে হয়তো পৃথিবীর যে কোন প্রান্তেই আমি সাকসেস হতে পারবো।
এখন কথা হচ্ছে, আপনি আমায় কী কর্ম দিবেন? আমার যোগ্যতা কী? আমাকে কোন্ ধরনের কর্ম দিলে আমি তা করতে পারবো? বা আমি কেমন ব্যক্তিত্বের মানুষ? বা আমার গুণাবলী বা বৈশিষ্ট্যইবা কী? এসব কিছু পাত্রীকে বা পাত্রীর অভিভাবককে বুঝতে হবে।
এ বিষয়ে আমার কথা হচ্ছে, আমাকে এখানে অনলাইনবেস ফেসবুক মার্কেটিং বা ডাটা এন্ট্রি বা ভিডিও এডিটিং এর কাজ দিতে পারেন, এ কাজগুলো মোটামুটি আমি ভালো পারি বা করতে করতে আরো ভালো পারবো।
এবং আমার সাথে ভিডিও বা ওডিও কলে কথা বলতে পারেন।
কিন্তু সমস্যা হচ্ছে, আমি আরবীতে কথা বলতে একেবারেই পারিনা। আর কিছু কিছু ইংরেজী জানলেও সাবলীল কথা বলার জন্য তা যথেষ্ট নয়, যেহেতু আমি অভ্যস্ত নই।
অপরদিকে আমি কারো না কারো চাকরী করি বা করবো। চাকুরীরত অবস্থায় কারো সাথে বেশি কথা বলা বা অন্তরঙ্গ কথা বলা, এটা মালিক পক্ষ মেনে নিবে না বা আমি নিজেও মানবো না। এছাড়া আমি হয়তো থাকবো আবাসিক মাদ্রাসায়। মানে হয়তো ২৪ ঘন্টা মাদরাসার ভিতরে। বা মাদরাসায় না থাকলেও দিনের একটা নির্দিষ্ট সময়তো কর্মস্থলে থাকবো।
আবার সব সময় সাদা মন নিয়ে চলার কারণে বা আমার ভিতর একটা ফেরেশতা বা আল্লাহু তা'য়ালার কোন এক অনুজীব থাকার কারণে, মানুষ এমনিতেই থাকে আমার প্রতি স্পর্শ কাতর হয়ে বা মানুষ অতিরিক্ত ফলো করে আমাকে।
তাছাড়া এতো প্রেমের সুড়সুড়ি মার্কা বা আবেগি ধাচের অতিরিক্ত কথাবার্তা বলতে আমি পারিনা বা এসবে আমি অভ্যস্ত নই।
সাধারণত আমার কথা-বার্তা ক্লিয়ার-কাট।
তাহলে আপনি আমায় যাচাই করবেনটা কিভাবে?
হ্যাঁ, আপনি আমার সাথে লিখিত ভাবে চ্যাটিং করতে পারেন এবং সময়ানুযায়ী মাঝে মাঝে অডিও কলে এবং মাঝে মাঝে ভিডিও কলে কথা-বার্তা বলতে পারেন।
এবং অনলাইনে আমার প্রচুর প্রবন্ধ-নিবন্ধ আছে, সেগুলো পড়তে পারেন। বিভিন্ন সোস্যাল মিডিয়া সহ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন।
আমার আত্মজীবনী ও ইনপো সহ অন্যান্য ব্লগ পড়তে পারেন ও দেখতে পারেন এবং আমার ওয়েবসাইট
ar900.com ভিজিট করতে পারেন। (অর্থের অভাবে এ ওয়েবসাইটটি হয়তো কিছু দিনের মধ্যে বন্ধ করে দিতে পারি)।
আর এ সব কিছু নিয়ে যখন গবেষণা করবেন, তখন আশাকরি ইনশা'আল্লাহ আমায় বুঝতে আপনার বাকি থাকবে না।
তখন একপর্যায়ে আপনি নিজ থেকেই হয়তো বলবেন যে, ইনশা'আল্লাহ আমি কোন মিথ্যুক বা প্রতারক নই। আপনি কোন জুলুমবাজ বা ঠকবাজ বা অমানুষকে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন না বা কর্ম দিচ্ছেন না।
তবে আপনি যদি ধনবান ও এ প্রবন্ধে লিখিত বর্ণনা মতে, আমার বিবৃতি মোতাবেক উপযুক্ত না হন অথবা একনিষ্ঠ সত্যের সাধক না হন বা নিরেট সত্যনিষ্ঠ জীবন-যাপন করতে না চান, বা সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে রাজি না থাকেন, তাহলে প্লিজ অযথা আমার সাথে চ্যাটিং করতে যেয়ে আমাকে কষ্ট দিয়েন না এবং নিজেও কষ্ট পাইয়েন না।
এখানে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে, বর্তমানে আমার কম্পিউটারটি নষ্ট হয়ে আছে। পুরোনো একটি এন্ড্রয়েড ফোন ছাড়া আমার কাছে আর অন্য কোন ডিভাইস নাই।
আমার এখানকার অফিসটি আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে-
এবং পরবর্তীতে আমার যদি কোন মাদরাসায় চাকুরী হয়, তবে আমি হয়তো সেখানেই থাকবো। আর আপনারা জানেন মাদরাসায় নির্দিষ্ট সময় ব্যতীত বা গোপনীয় ভাবে ছাড়া, সাধারণত কোন মেয়ে মানুষের সাথে চ্যাটিং করা বা কথা-বার্তা বলা বা অতিরিক্ত মোবাইল ব্যবহার করা, এটি সম্ভব নয়। অন্যকোন প্রতিষ্ঠানে চাকরি হলে সেখানেও প্রায় একই নিয়মই প্রযোজ্য হবে।
আমাকে বোঝার সুবিধার্থে, আপনাদেরকে আমি আরো জানাচ্ছি যে, আলহামদুলিল্লাহ! আমি শিক্ষিত, মার্জিত, রুচিশীল ও ভদ্রোচিত মানুষ।
আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ এবং নূরানী ট্রেনিং প্রাপ্ত।
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ আমি ডিপ্লোমা ধারী হলেও ইনশা'আল্লাহ্ আমি অপ্রাতিষ্ঠানিক ভাবে ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ। অবশ্য ইচ্ছা আছে, ভবিষ্যতে যদি আল্লাহ তাওফিক দেয়, তবে অনলাইন বা অফলাইন মাদরাসায় ভর্তি হয়ে আলেম হবো। যেহেতু আমার বয়স বেশি হয়ে গেছে, তাই কাভার দিতে পারবো না মনে করে, আমি হাফেজ হওয়ার আশা এখন প্রায় ছেড়ে দিয়েছি। আগে হাফেজ হবো এ আশাও ছিলো আমার।
খুব ভালো ভাবে আমি হিসাব রক্ষণ, অফিস ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনা, এ কাজ গুলো করতে পারবো ইনশা'আল্লাহ।
তবে ইংরেজী এবং আরবী ভাষায় কথা বলা আমাকে ভালোভাবে শিখতে হবে। ইংরেজীতে কথা বলা অবশ্য এখনো কিছুটা পারি এবং লিখতে আরো একটু ভালো পারি।
তবে ধ্যান-ধারনা আমার অনেক উচ্চ। আলহামদুলিল্লাহ! ব্যবহার আমার অনেকটাই রাজকীয় বংশীয় এবং ধনী প্রকৃতির। আমি শান্ত-শিষ্ঠ, চুপ-চাপ প্রকৃতির ভদ্রোচিত মানুষ।
ইনশা'আল্লাহু তা'য়ালা আমি সব সময় অহিংসুক ও নিরঅংকার থাকতে চেষ্টা করি এবং যে কোন মানুষ আমার ব্যবহারে খুশি হবে আশা করি।
১৩। এখানে আরো একটি বিষয় ক্লিয়ার হয়ে যাক। যদিও কথাগুলো লজ্জত বিষয়ক। তবুও বলছি, আমি আমার মহান রবের কাছে বার বার দোয়া করছি এবং করে যাচ্ছি, হযরত ঈমাম মাহাদী (আঃ) যেন আমার বংশে আগত হন এবং আমার বংশটি যেন হয়, হাফেজ ও আলেমে ভরপুর বংশ। এ জন্য আমার মানুষ প্রয়োজন। আবার এটি ১০০% সত্য যে, যে কোন মানুষের জন্য, জীবনে এবং মৃত্যুকালে পৃথিবীতে রেখে যাওয়ার জন্য, মানুষের চাইতে বড় কোন সম্পদ এ দুনিয়ায় আর নেই। তাই আমার মানুষ প্রয়োজন।
আর এ জন্যেই উপরে আমি বিয়ে করার জন্য বা আমাকে আমন্ত্রণ পাঠানোর জন্য অল্প বয়সের, মানে যুবতী মেয়েদেরকে প্রাধান্য দিয়েছিলাম।
আর এ জন্য প্লিজ, আপনাদের প্রতি অনুরোধ, আমার এ কথা গুলোর অর্থ কেউ নেগেটিভ ভাবে নিবেন না বা আমাকে কেউ নেগেটিভ মনে করবেন না।
আপনারা যে যাই মনে করেন না কেন, অল্প বয়স থাকতে যদি আমার এ বুদ্ধি হতো এবং আমার ধ্যান-ধারনা যদি আল্লাহমূখী হতো, তাহলে আমি হয়তো ৪ বিয়েই করতাম। আর এখন যদি না পারি, হয়তো পারবো না; তাহলে অন্তত, আল্লাহু তা'য়ালা যেন আমায় সাওয়াব প্রদান করেন, এটিই এখন আমি চাই। তা না হলে, এ বিষয়ে প্রায়চিত্ত করার সুযোগ আমার কই!?
অতএব, এটা স্পষ্ট যে, আমার মূল ইচ্ছা, আখেরাতে আমার মর্তবা অনেক অনেক বৃদ্ধিপ্রাপ্ত হওয়া।
আবার এর অর্থ এই না যে, আমি সাওয়াবের টেকনিক বা অভিনয় করছি। ইনশা'আল্লাহ! আশাকরি শুধু আমার এ প্রবন্ধটিই একটি সাওয়াবের পুঞ্জি। যেহেতু এটি রিয়েল!
আমার উদ্দেশ্য কখনোই সেক্সুয়াল নয়; নারীদেরকে আমাকে আহবান করতে বলা, এটা নারীদের মতোই শুধুই আমার মানসিক চাহিদার উপর নির্ভরশীল একটি বিষয়। বিষয়টা আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। তাই আমাকে বেডমাইন্ড করে আশাকরি কেউ মানসিক যন্ত্রণা দিবেন না।
আমার বার বার মনে হয়, আমার এতো কাইটিরিয়ার মাঝে আসলে আমি কি কোন নারীর আহবান পাবো!? ইনশা'আল্লাহু তা'য়ালা কোন নারীর আহবান পাই আর না পাই, আশাকরি, শুধু এ লেটারটি লিখে নির্লজ্জ্যভাবে এভাবে আমার পার্সোনাল বিষয় গুলো প্রকাশ করার কারণে অনেক অনেক সাওয়াবের অধিকারী হবো।
সুতরাং আমার এ লিখার একটি কথাও কেউ মিথ্যা ভাববেন না। আর সাধারণত আমি কোন মিথ্যা কথা বলি না। বিষয়টি বুঝতে চেষ্টা করবেন।
১৪। যদিও আপনারা অনেকে এভাবে বলাকে পছন্দ করেন না, তবুও মাইন্ড করবেন না, একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ারলি ভাবে বলতে চাই, যদি আমাদের এ দাম্পত্য জীবনে কোন সন্তান হয়, তবে আমাদের ছেলে মেয়ে উভয়কে প্রথমে হেফ্জ মাদরাসায় ভর্তি করাতে হবে এবং এরপর কাউমি আক্বীদায়, সুন্নাতি লেবাস আছে, এ রকম মাদরাসায় আলেম হওয়ার জন্য ভর্তি করাতে হবে। এমন বলা যাবে না যে, শুধু ছেলেদেরকে ভর্তি করাবো, মেয়েদেরকে অন্য পড়া পড়াবো।
অথবা এরূপও বলা যাবে না যে, মাদরাসায় গরীবেরা পড়ে, এখানে ভর্তি করাবো না।
এক কথায় আমাদের ছেলে মেয়ে উভয়কে হাফেজ ও আলেম বানানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। অন্য কোন লেখাপড়া নয় এবং কোন অবস্থাতেই নয়।
এ বিষয়ে খাঁটি নিয়ত ও প্রচেষ্টা, আপনারা যারা আমায় আমন্ত্রণ জানাবেন, বা যদি কেউ আহবান করেন, তবে তার বা তার অভিভাবকের থাকতে হবে।
এর বিপরীত মানসিকতার নারী বা তার কোন অভিভাবককে, আমাকে আহবান করার, বা বিয়ের উদ্দেশ্যে চ্যাটিং করার কোন প্রয়োজন নাই বা এ ধরনের কেউ আমার সাথে যোগাযোগের চেষ্টা করবেন না।
১৫। আমি বিবাহিত। আমার এক স্ত্রী, তিন মেয়ে ও ১ ছেলে রয়েছে। আমার সন্তানেরা এখনো প্রায় সবাই শিশু। যা আমার আত্মজীবনী ও ইনপো থেকে ভালোভাবেই জানতে পারবেন।
(যার লিংক নিচে দেয়া হয়েছে)
এখানে একটি কথা না বললেই নয়; আসলে আল্লাহ ওয়ালা, ন্যায়পরায়ন ও চরিত্রবানদের জন্য, একাধিক বিবাহ, ইহা নারীদের জন্য, কোন সমস্যা না; নারীদের জন্য প্রধান সমস্যা হচ্ছে, স্বামী দূঃচ্ছরিত্রবান হওয়া। স্ত্রীরা যদি ন্যায় পরায়ন ও বন্ধু সুলভ হয়, তবে বোনের মতো আরেক সতীন বোন পাশে থাকাতো ভালো হওয়ারই কথা ছিলো।
তবুও যদি আপনি একান্তই না চান, তবে আমার এ স্ত্রী এ দেশেই বা এ বাড়িতেই থাকবে। তার জন্য কি আমার সুপ্ত প্রতিভা বিকশিত করতে চেষ্টা করবো না? না, আমি মসজিদে হারাম শরীফে যেতে চাইবো না!? এবং একদিকে ভালোই হবে যে, এর সুবাধে আমি আমার জন্মস্থানে আসার প্রয়োজন থাকবে।
আর ফাইনালী ভাবে আপনাদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই; যেই আমাকে প্রস্তাব পাঠাতে চান, বা যদি কেউ পাঠান, তবে তাকে অবশ্যই ১৬ আনা ইসলাম, মানে ১০০% ইসলাম মেনে চলতে হবে। শরিয়তের কিছু আইন বা মাসআলা মানবেন; আর কিছু আইন মানবেন না, এগুলো নিজেদের মন ও মর্জি মোতাবেক মানবেন; এ রকম নারী বা নারীর অভিভাবকগণ ঘূর্ণাক্ষরেও আমাকে কোন ধরনের প্রস্তাব পাঠাবেন না বা আমার সাথে চ্যাটিং করার চেষ্টা করবেন না।
এবং প্রস্তাব পাঠাবেন বা এ লক্ষে চ্যাটিং করতে চেষ্টা করবেন, আমার এ প্রবন্ধে লিখিত, শুধুমাত্র এ কাইটেরিয়ার নির্দিষ্ট নারী বা নারীর অভিভাবকেরাই। অন্য কেহ নয়। কথাটা ভালো করে মনে রাখবেন সকলে।
আগে এ প্রবন্ধটি ভালো করে পড়বেন এবং বুঝতে চেষ্টা করবেন আসলে আমি কী চাই ও কেন চাই এবং সে অনুযায়ী আপনি উপযুক্ত কিনা (?); যদি তখন নিজকে উপযুক্ত বলে মনে হয় এবং নিজের জন্য, আমার জন্য ও মানুষের জন্য ত্যাগ স্বীকার করতে, ভালবাসতে, নিজকে যদি স্বামর্থবান মনে করেন ও এ বিষয়ে যদি রাজী ও খুশি থাকেন, কেবল তখনই আমাকে প্রস্তাব পাঠাতে চেষ্টা করবেন বা চ্যাটিং অব্যাহত রাখবেন; নতুবা নয়।
সবকিছুর সার সংক্ষেপ হিসেবে, সকলের জ্ঞাতার্থে, আমার এ প্রবন্ধটি লিখার বা আমি আরেক বা আরো বিয়ে করতে চাওয়ার উদ্দেশ্য গুলো গুরুত্বের গভীরতা অনুযায়ী ক্রমানুসারে নিম্নে তুলে ধরলাম-
১। আমার সৃষ্টিকর্তা আল্লাহু তা'য়ালাকে আরো আপন করে পাবো, আমি তাঁর বন্ধু হবো বা হতে পারবো; এ নিয়তে। যেহেতু এ বিয়ের মাধ্যমে আমি মসজিদে হারাম শরীফে নিয়মিত ইবাদত করার প্রচেষ্টা ব্যক্ত করেছি।
২। আমার বংশ, সৈয়দ বংশ। এর যথাযথ মূল্যায়ন করতে পারবো; এ আশায়।
৩। আমার উচিলায় বা আমার প্রচেষ্টায় এক বা একাধীক মানুষ হয়তো নরক থেকে বাঁচতে পারবে, এ আশায়।
৪। আমার বংশে ও পরিবারে হাফেজ, আলেমের আধিক্য হবে, এক কথায় আমার বংশটি বড় হবে, আমার বংশে ভালো মানুষ বেশি থাকবে বা থাকতে পারে; সব মিলিয়ে পরকালে আমি অন্যদের তুলনায় বেশি সাওয়াব পাবো, সে জন্যে।
৫। আমি সৌদি আরব যেতে পারবো, সৌদি আরবে আমার কর্ম মিলবে, এ জন্যে।
৬। আমি সৌদি আরবের নাগরিকত্ব পাবো; এ উদ্দেশ্যে।
৭। ঈমাম মাহাদী (আঃ) আমার বংশে আগত হবে, এ লক্ষ্যে।
আমাকে আরো বুঝতে নিম্নের লিংক সমূহে ক্লিক করতে পারেন।-
0 Comments